দুবাইয়ে ইতিহাস গড়ার লড়াই আজ
নিউজ ফ্রন্ট | দুবাই, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারতীয় সময় রাত্রি ৮টা (IST) থেকে শুরু হবে ম্যাচটি। এশিয়া কাপের ১৭তম আসরে এটাই প্রথমবার, যখন ভারত ও পাকিস্তান ফাইনালে একে অপরের বিরুদ্ধে নামছে।
ভারত এখন পর্যন্ত এশিয়া কাপের সবচেয়ে সফল দল— ১১টি ফাইনালের মধ্যে ৮টিতে চ্যাম্পিয়ন। গতবারও (২০২৩) ভারতীয় দল শিরোপা জিতেছিল, আর এবারও তারা ফেভারিট হিসেবেই নামছে।
ওপেনার অভিষেক শর্মার ঝড়ো সূচনা আর মিডল অর্ডারে তিলক বর্মার স্থির ব্যাটিং ভারতের ব্যাটিংকে করেছে আরও শক্তিশালী। বোলিং বিভাগে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের স্পিন জুটি প্রতিপক্ষকে দিশেহারা করে রেখেছে। বিশেষ করে কুলদীপ যাদব এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার, গড় ১০-এরও কম!
তবে বিতর্কও কম হয়নি। অধিনায়ক সূর্যকুমার যাদব পহেলগাম হামলার শহিদদের উদ্দেশে জয় উৎসর্গ করায় তাঁকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।
অন্যদিকে পাকিস্তান চাইছে তৃতীয়বার এশিয়া কাপ জিততে— তাদের আগের দুই সাফল্য ২০০০ ও ২০১২ সালে।
নতুন বলে হুমকি হবেন শাহীন শাহ আফ্রিদি। মিডল ওভারে গতি আর আগ্রাসন নিয়ে আসবেন হারিস রউফ। যদিও ভারতের বিপক্ষে আগের ম্যাচে অশোভন আচরণের জন্য তিনিও জরিমানা গুনেছেন।
তবে ইতিহাস পাকিস্তানের পক্ষে নয়—এখন পর্যন্ত ১৫টি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টির মধ্যে ১২টিতেই জয়ী ভারত।
৪১ বছরের ইতিহাসে এই প্রথম ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি, তাই উত্তেজনা তুঙ্গে। শুধু এশিয়া নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীর চোখ আজ দুবাইয়ের দিকে।