কলকাতা, ১ জুনঃ জল্পনার অবসান রেড রোডেই অনুষ্ঠিত হবে ঈদের নামায। রবিবার সাংবাদিক সম্মেলনে জানাল খিলাফত কমিটি।
এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ।
গতকাল জল্পনা ছড়ায় ভারতীয় সেনার পক্ষ থেকে ঈদের নামাযের অনুমতি প্রত্যাখ্যান করা হয়৷ ফলে আগামী ৭ জুন রেড রোডে ঈদ উল আযাহার নামায আদায় ঘিরে সংশয় তৈরি হয়। যদিও রাজ্য সরকারের হস্তক্ষেপ ও ভারতীয় সেনার সঙ্গে খিলাফত কমিটির যোগাযোগের মাধ্যমে সেই সংশয় কাটল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।