মুর্শিদাবাদে ভয়াবহ লরি দুর্ঘটনা: আগুনে পুড়ে মৃত্যু চালকের, গুরুতর আহত খালাসি

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ:
পুজোর মুখে ফের বড়সড় দুর্ঘটনা মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সকালেই জেলার সাগরদিঘীর শেখদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হল দুটি পণ্যবাহী লরির। ধাক্কার পরপরই দাউদাউ করে আগুন ধরে যায় দুই লরিতেই। আগুনের দাপটে লরির কেবিনে আটকে পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। গুরুতর জখম অবস্থায় খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে একটি বালি বোঝাই লরি উল্টোদিক থেকে বিপরীত পথে দ্রুতগতিতে আসছিল। সেই সময় আসামগামী একটি চা বোঝাই লরি সোজা পথে চলছিল। আচমকাই দুই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় প্রথমে চা বোঝাই লরিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বালি বোঝাই লরিতেও।

ধাক্কার ফলে চা বোঝাই লরির চালক কেবিনে আটকে যান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তাঁকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে দমকল সূত্রে জানা গেছে। অন্যদিকে গুরুতর জখম খালাসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

ঘটনার পর দাউদাউ আগুন থেকে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছিল ঘন কালো ধোঁয়ার মেঘ। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগালেও আগুনের দাপটে পিছিয়ে আসতে বাধ্য হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও সাগরদিঘী থানার বিশাল পুলিশবাহিনী। দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে, তৈরি হয় ব্যাপক যানজট।

প্রসঙ্গত, মাসখানেক আগেই একই জাতীয় সড়কে একটি সরকারি বাসে আগুন লাগে। ফের পণ্যবাহী লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটায় সড়ক নিরাপত্তা ও যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। লরিগুলির গতিবেগ, বৈধ কাগজপত্র, চালকদের অবস্থান ও চালকের গাফিলতি—সব কিছুই খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *