ভোগান্তি এড়াতে বিশেষ রোস্টার ও কন্ট্রোল রুম চালু রাখছে স্বাস্থ্য দফতর
কলকাতা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫: আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে রোগীদের ভোগান্তি কমাতে রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। এই উৎসবের দিনগুলিতেও সরকারি হাসপাতালগুলির আউটডোর বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আউটডোর বিভাগের সময়সূচি
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এই বছর ষষ্ঠী এবং অষ্টমীর দিন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আউটডোর বন্ধ থাকবে। কারণ, ষষ্ঠী এই বছর রবিবার পড়েছে এবং অষ্টমী পুজোর মূল দিন। বাকি পুজোর দিনগুলিতে অর্থাৎ সপ্তমী, নবমী ও বিজয়া দশমীর দিন আউটডোর বিভাগ খোলা থাকবে।
বিশেষ ব্যবস্থা ও নজরদারি
পুজোর সময় রোগীর চাপ সামলাতে রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে একটি বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই রোস্টার অনুযায়ী ডিউটি করবেন, যাতে কোনো অবস্থাতেই রোগী পরিষেবার মান বিঘ্নিত না হয়।
এছাড়াও, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্বাস্থ্যভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকবে। স্বাস্থ্য দফতর আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে পুজোর সময় স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।