কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, ও পুরুলিয়ায় ১,৬০০ পদ খালি, নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষা
কলকাতা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫: আসন্ন স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়া পরিচালনার জন্য পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় বুথ লেভেল অফিসারের (বিএলও) তীব্র সংকট দেখা দিয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা এবং পুরুলিয়ায় প্রায় ১,৬০০ বিএলও-র পদ এখনও শূন্য। এই পরিস্থিতিতে জেলা নির্বাচন আধিকারিকরা বাধ্য হয়ে চতুর্থ নিয়মের অধীনে বিএলও নিয়োগের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছেন।
নিয়মানুসারে, বিএলও পদে প্রথম তিনটি ধাপে সরকারি কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়োগ করা যায়। কিন্তু এই পাঁচটি জেলায় সেই পদ্ধতিতে পর্যাপ্ত সংখ্যক কর্মী পাওয়া যায়নি। ফলে এই সংকট নিরসনের জন্য জেলা প্রশাসন চতুর্থ নিয়মের শরণাপন্ন হয়েছে। এই নিয়মের অধীনে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রতিষ্ঠান থেকে ডেপুটেশনে আসা কর্মচারীদের বিএলও হিসেবে নিয়োগ করা যাবে। তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন আবশ্যক।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই গুরুতর পরিস্থিতি নির্বাচন কমিশনের নজরে এনেছে। কমিশন এই ব্যাপারে অবগত হওয়ার পর রাজ্যের ২৪টি জেলার কাছে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে। রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, প্রথম তিনটি নিয়মে কতজন বিএলও নিয়োগ করা হয়েছে এবং চতুর্থ নিয়মে আরও কতজন প্রয়োজন। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে এবং কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কলকাতা উত্তর জেলায় প্রায় ৫০০ শূন্যপদ পূরণ করা গেলেও, বাকি চারটি জেলায় এখনও প্রায় ১,১০০ পদ খালি আছে।
কমিশনের অনুমোদন পেলে দ্রুত বিকল্প উপায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, যাতে আসন্ন ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।