নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ৩১ মে ২০২৫
আবারও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ৬ জুন পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের বিশিষ্ট আবহাওয়াবিদ ডঃ অন্বেষা ভট্টাচার্য জানান, “উত্তরবঙ্গের উপরে সক্রিয় নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বেশ কিছু জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং-এ অতিভারী বৃষ্টিপাত হতে পারে।”

তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল অর্থাৎ ২ জুন থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গে বসবাসকারীদের প্রতি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলগুলোতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।