কলকাতা, ১৪ সেপ্টেম্বর:
হিন্দি দিবসে হিন্দিভাষী মানুষদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ লেখেন, “হিন্দি দিবসে আমি আমার সকল হিন্দিভাষী ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রতিবছর আমরা শ্রদ্ধার সঙ্গে এই দিন পালন করি। আমরা সব ভাষার প্রতিই সমান শ্রদ্ধাশীল।”
তিনি আরও দাবি করেন, ২০১১ সালের পরে পশ্চিমবঙ্গ সরকার হিন্দিভাষী মানুষের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী জানান—
- যেসব অঞ্চলে ১০ শতাংশেরও বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, সেখানে সরকারি কাজে হিন্দি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
- হিন্দি ভাষাকে মর্যাদা দিতে গড়ে তোলা হয়েছে হিন্দি একাডেমি।
- শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে হাওড়ার হিন্দি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি বানারহাট ও নক্সালবাড়িতে চালু হয়েছে হিন্দি-মাধ্যম ডিগ্রি কলেজ।
- বিভিন্ন কলেজে হিন্দি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করা হয়েছে।
- উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র এবং মুক্ত বিদ্যালয়ের পরীক্ষাও এখন হিন্দিতে দেওয়া সম্ভব হচ্ছে।
তাছাড়া, তিনি উল্লেখ করেন— অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হিন্দিভাষী শ্রমিক ও অন্যদের জন্য চালু হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ঐ অঞ্চলে গড়ে তোলা হয়েছে উৎকৃষ্ট পরিকাঠামো।
মমতা ব্যানার্জি বলেন, “আমাদের সরকারের সময়ে শুধু হিন্দি নয়, সাঁওতালী, কুরুখ, কুড়মালী, নেপালী, উর্দু, রাজবংশী, কামতাপুরী, ওড়িয়া, পাঞ্জাবী, তেলুগু ও সাদরি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে।”
শেষে আবারও হিন্দি ভাষা ও হিন্দিভাষী মানুষদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভাষার বৈচিত্র্যই ভারতের আসল শক্তি।”