কলকাতা, ৯ সেপ্টেম্বর ২০২৫: পূর্ব ভারতের সর্ববৃহৎ অংশগ্রহণমূলক ক্রীড়া উৎসব “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা” এবার এক নতুন দিগন্ত উন্মোচন করল। ক্রীড়া, সেবা ও সৃজনশীলতার মেলবন্ধনে মঙ্গলবার কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এ শুরু হলো এক অনন্য শিল্প প্রদর্শনী। বিশিষ্ট শিল্পী দেবাশীষ মাল্লিক চৌধুরীর কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারমডেল ও পর্বতারোহী মাধবীলতা মিত্র, বেঙ্গল অলিম্পিক ও প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি চন্দন রায়চৌধুরী, মিসেস ইন্ডিয়া ২০২৪ বাসবদত্তা কর এবং আন্তর্জাতিক দাবাড়ু তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া।
দিবেন্দু বড়ুয়া বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা আমাদের শিখিয়েছে শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্য। সেই একই মন্ত্র লুকিয়ে আছে শিল্পকলার মধ্যেও। এই প্রদর্শনী দুটি ভিন্ন জগতকে অনবদ্যভাবে একত্র করেছে।”
চন্দন রায়চৌধুরী যোগ করেন, “ক্রীড়া ও শিল্প—দু’টোই সমাজকে একত্রিত করে, অনুপ্রাণিত করে। এই প্রদর্শনী আমাদের ক্রীড়াবিদ, সেনাবাহিনী এবং বাংলার তরুণ শিল্পীদের সৃজনশীলতাকে শ্রদ্ধা জানিয়েছে।”
প্রদর্শনীতে অংশ নিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্ট, বীড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান আর্ট কলেজ ও মন্টমার্ট্রে স্কুল অব আর্টস-এর ২৫ জন উদীয়মান শিল্পী। তাঁদের ক্যানভাসে প্রতিফলিত হয়েছে সাহস, সহনশীলতা, দেশপ্রেম এবং মানবিকতার চিত্র। আয়োজনের বিশেষ দিক হলো—প্রদর্শনী থেকে প্রাপ্ত সমস্ত আয় যাবে বেঙ্গল সাব এরিয়া, ভারতীয় সেনার সহযোগিতায় পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ফান্ডে। ফলে এই প্রদর্শনী যেমন শিল্প ও সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত, তেমনই দেশের সেনাদের কল্যাণেও এক বড় অবদান রাখছে।