সিন্দুর অপারেশনে ধ্বংস হয়েছে জঙ্গি ঘাঁটি: মধ্যপ্রদেশে মোদীর হুঙ্কার

📍 ভোপাল | ৩১ মে ২০২৫ | নিউজ ডেস্ক |
লোকমাতা দেবী আহিল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তীতে ভোপালের জম্বুরি ময়দানে মহিলা শক্তি মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন— “ভারত এখন জঙ্গিদের ঘরে ঢুকে তাদের ধ্বংস করতে সক্ষম। যারা জঙ্গিদের সাহায্য করে, তাদেরও চড়া মূল্য দিতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “পেহেলগামে জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। অপারেশন ‘সিন্দুর’ ভারতের ইতিহাসে অন্যতম সফল প্রতিরক্ষা অভিযান।”

তিনি বলেন, এখন আর “গুলির জবাব গুলি নয়, গোলে (বড় অস্ত্রে)” দেওয়া হবে। সন্ত্রাসের মোকাবেলায় ভারত এখন আগের থেকে আরও দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়াও, মোদী জানান:

  • দাতিয়া ও সৎনা এয়ারপোর্ট এবং ইন্দোর মেট্রো-র উদ্বোধন করা হয়েছে।
  • ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাতিয়া এয়ারপোর্ট ও ৩৭ কোটির সৎনা এয়ারপোর্ট আনুষ্ঠানিকভাবে চালু হল।
  • অহিল্যাবাইয়ের নামে ডাকটিকিট ও ৩০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশিত।
  • ৪ কোটি বাড়ি তৈরি হয়েছে, যার অধিকাংশই মহিলাদের নামে।
  • ১,২৭১টি নতুন অটল গ্রাম সু-শাসন ভবন নির্মাণে বরাদ্দ ছাড়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *