নিউজ ফ্রন্ট, কলকাতাঃ সোমবার ধর্মতলায় তৃণমূলের ভাষা মঞ্চ খোলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির পর মঙ্গলবার ফের সেনা ও কলকাতা পুলিশের মধ্যে তৈরি হল বিতর্ক।
জানা গেছে, ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে এক সেনার ট্রাক যাচ্ছিল লালবাজার হয়ে পাসপোর্ট অফিসের দিকে। ট্রাকটির পিছনে ছিল কলকাতা পুলিশের সিপির কনভয়। হঠাৎই কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিযোগ ওঠে— বিপদজনকভাবে ট্রাকটি চালানো হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ট্রাকটিকে থামিয়ে দেয় কলকাতা পুলিশ।
ঘটনায় সেনা-পুলিশের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, ট্রাকটি সিগন্যাল খোলা থাকতেই টার্ন নেওয়ার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের কনভয় ট্রাকটিকে আটকে দেয়। এরপর ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ফোর্ট উইলিয়াম থেকে সেনা কর্তারা থানায় হাজির হন এবং পুলিশের সঙ্গে কথা বলেন। সেনার তরফে জানানো হয়, ট্রাকটির পিছনে পুলিশের কনভয় রয়েছে, তা জানা ছিল না। কেবল টার্ন নিতেই ট্রাকটি বেরিয়েছিল।
ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেনার দাবি, ঊর্ধ্বতন কর্মীদের নির্দেশ ছাড়া ট্রাক আটক করা একেবারেই অযৌক্তিক। অন্যদিকে, কলকাতা পুলিশের বক্তব্য— বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল বলেই এই পদক্ষেপ।
ডেকার্স লেনের সামনেও বহুক্ষণ ধরে সেনা-পুলিশের দাঁড়িয়ে থাকার কারণে যানজট তৈরি হয়।