নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। সোমবার সকালে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁর শিমুলিয়ার বাড়িতে পৌঁছন।
সূত্রের খবর অনুযায়ী, আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি সংক্রান্ত মামলার সূত্রেই এই তল্লাশি। অভিযোগ, পরিচিত ব্যবসায়ীদের কাজের বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ডেপুটি মেয়রের নাম উঠে এসেছে।
সিবিআই ইতিমধ্যেই অতীনের ঘনিষ্ঠ চন্দন লোহারকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারীদের অনুমান, চন্দন লোহারকে কাজের বরাত পাইয়ে দেওয়ার পিছনে অমিত নামের এক ব্যক্তির নির্দেশ ছিল। সেই সূত্রে একাধিক প্রমাণপত্র ও তথ্য উঠে আসার পরেই ডেপুটি মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

আজ সকালে সিবিআই আধিকারিকেরা অতীন ঘোষের বাড়িতে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তল্লাশি অভিযানের বিষয়ে কোনও সরকারি বক্তব্য এখনও দেওয়া হয়নি সিবিআই-এর তরফে।
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে— “শাসক দলের ছত্রছায়াতেই এত বড় দুর্নীতি সম্ভব হয়েছে।” যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।