নিউজ ফ্রন্ট, বসিরহাটঃ প্রাকৃতিক দুর্যোগের সুযোগে ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ। তারই মাঝে চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। শনিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ-এর হাতে আটক হলেন বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান আরিফ।
সূত্রে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাতক্ষীরায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ভারতে পালানোর পরিকল্পনা করেন। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। পরে স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তল্লাশিতে তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্রসহ একাধিক নথি উদ্ধার হয়েছে। বিএসএফ ও পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে বাংলাদেশে চলতি জুলাই আন্দোলনের তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ফলে বিষয়টি দুই দেশের উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি হাসান বলেন—“বিএসএফ অভিযুক্তকে আমাদের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য মিলেছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন আদালতের নির্দেশ ছাড়া আর কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।”
বর্তমানে আরিফুজ্জামানকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। তবে কীভাবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। সীমান্তে এই গ্রেফতারি ঘিরে দুই দেশের প্রশাসনে রীতিমতো তৎপরতা শুরু হয়েছে।