প্রকাশ পেলো বেঙ্গল প্রো লিগের সূচি

News Front Desk | কলকাতা | ৩১ মে ২০২৫

রাজ্যের ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর! প্রকাশ পেল বেঙ্গল প্রো লিগের পুরুষদের টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি। এ বছরের আসর শুরু হচ্ছে ১১ জুন থেকে, আর ফাইনাল ম্যাচ ২৮ জুন। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্স ময়দানে।

বিভিন্ন জেলার প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে এই প্রতিযোগিতার উত্তেজনা তুঙ্গে। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯টি দল: কলকাতা, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, শিলিগুড়ি, রাঢ় টাইগার্স, হারবার ডায়মন্ডস এবং আরও।

বঙ্গবাসীর নজর থাকবে এই প্রথমবার এমন বড় পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলিতে। ইতিমধ্যেই ক্রিকেট মহল এবং জেলার ক্লাব স্তরে প্রতিটি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা।


📅 বেঙ্গল প্রো লিগ ২০২৫-এর সূচি (পুরুষ বিভাগ)

ম্যাচমাঠতারিখসময়মুখোমুখি
ইডেন গার্ডেন্স১১ জুন, বুধবাররাত ৮টামালদা vs মুর্শিদাবাদ
ইডেন গার্ডেন্স১২ জুন, বৃহস্পতিবারদুপুর ১টামেদিনীপুর vs কলকাতা
ইডেন গার্ডেন্স১২ জুন, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টাহাওড়া vs শিলিগুড়ি
ইডেন গার্ডেন্স১৩ জুন, শুক্রবারদুপুর ১টারাঢ় টাইগার্স vs মালদা
ইডেন গার্ডেন্স১৩ জুন, শুক্রবারসন্ধ্যা ৭টামুর্শিদাবাদ vs হারবার ডায়মন্ডস
ইডেন গার্ডেন্স১৪ জুন, শনিবারদুপুর ১টাকলকাতা vs হাওড়া
ইডেন গার্ডেন্স১৪ জুন, শনিবারসন্ধ্যা ৭টাশিলিগুড়ি vs মেদিনীপুর
ইডেন গার্ডেন্স১৫ জুন, রবিবারদুপুর ১টাহারবার ডায়মন্ডস vs মালদা
ইডেন গার্ডেন্স১৫ জুন, রবিবারসন্ধ্যা ৭টামুর্শিদাবাদ vs রাঢ় টাইগার্স
১০ইডেন গার্ডেন্স১৬ জুন, সোমবারদুপুর ১টাকলকাতা vs শিলিগুড়ি
১১ইডেন গার্ডেন্স১৬ জুন, সোমবারসন্ধ্যা ৭টামেদিনীপুর vs হাওড়া
১২ইডেন গার্ডেন্স১৭ জুন, মঙ্গলবারদুপুর ১টামালদা vs শিলিগুড়ি
১৩ইডেন গার্ডেন্স১৭ জুন, মঙ্গলবারসন্ধ্যা ৭টাহাওড়া vs মুর্শিদাবাদ
১৪ইডেন গার্ডেন্স১৮ জুন, বুধবারদুপুর ১টারাঢ় টাইগার্স vs মেদিনীপুর
১৫ইডেন গার্ডেন্স১৮ জুন, বুধবারসন্ধ্যা ৭টাহারবার ডায়মন্ডস vs কলকাতা
১৬ইডেন গার্ডেন্স১৯ জুন, বৃহস্পতিবারদুপুর ১টাশিলিগুড়ি vs মুর্শিদাবাদ
১৭ইডেন গার্ডেন্স১৯ জুন, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টামেদিনীপুর vs হারবার ডায়মন্ডস
১৮ইডেন গার্ডেন্স২০ জুন, শুক্রবারদুপুর ১টামালদা vs হাওড়া
১৯ইডেন গার্ডেন্স২০ জুন, শুক্রবারসন্ধ্যা ৭টাকলকাতা vs রাঢ় টাইগার্স
২০ইডেন গার্ডেন্স২১ জুন, শনিবারদুপুর ১টাশিলিগুড়ি vs হারবার ডায়মন্ডস
২১ইডেন গার্ডেন্স২১ জুন, শনিবারসন্ধ্যা ৭টাকলকাতা vs মালদা
২২ইডেন গার্ডেন্স২২ জুন, রবিবারদুপুর ১টামুর্শিদাবাদ vs মেদিনীপুর
২৩ইডেন গার্ডেন্স২২ জুন, রবিবারসন্ধ্যা ৭টাহাওড়া vs রাঢ় টাইগার্স
২৪ইডেন গার্ডেন্স২৩ জুন, সোমবারদুপুর ১টামুর্শিদাবাদ vs কলকাতা
২৫ইডেন গার্ডেন্স২৩ জুন, সোমবারসন্ধ্যা ৭টারাঢ় টাইগার্স vs শিলিগুড়ি
২৬ইডেন গার্ডেন্স২৪ জুন, মঙ্গলবারদুপুর ১টাহারবার ডায়মন্ডস vs হাওড়া
২৭ইডেন গার্ডেন্স২৪ জুন, মঙ্গলবারসন্ধ্যা ৭টামালদা vs মেদিনীপুর
২৮ইডেন গার্ডেন্স২৫ জুন, বুধবারদুপুর ১টাহারবার ডায়মন্ডস vs রাঢ় টাইগার্স
২৯ইডেন গার্ডেন্স২৬ জুন, বৃহস্পতিবারদুপুর ১টাসেমিফাইনাল ১
৩০ইডেন গার্ডেন্স২৬ জুন, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টাসেমিফাইনাল ২
৩১ইডেন গার্ডেন্স২৮ জুন, শনিবারসন্ধ্যা ৭টাফাইনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *