মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি, মুম্বইয়ে জনজীবন বিপর্যস্ত; রেল পরিষেবা ব্যাহত, বহু এলাকা জলে ডুবে

নিউজ ফ্রন্ট, ২০শে আগস্ট, মুম্বই:

মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং নান্দেড় জেলায় পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।

আবহাওয়া দফতর একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। মুম্বই ও সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টা ধরে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবল জলজটে মুম্বইয়ের উপনগরীয় রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পশ্চিম রেলের অন্তত ১২টি ট্রেন বাতিল করতে হয়েছে এবং একাধিক ট্রেন চলছে সীমিত গতিতে। দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (CSMT) থেকে কল্যাণগামী একটি লোকাল ট্রেন রাত ৮টার পরে চালু করা হলেও দিনের বেশিরভাগ সময় পরিষেবা বিপর্যস্ত থাকে।

শহরের সিয়ন, হিন্দমাতা, কিংস সার্কেল, ওয়াডালা-সহ একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মিঠি নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বিকেলের পর পরিস্থিতি আরও খারাপ হয়। পানিবন্দি পরিস্থিতির জেরে রাস্তার যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং বিভিন্ন জায়গায় ট্রাফিক ডাইভারশন করতে হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই কুর্লার ক্রান্তি নগর এলাকা থেকে অন্তত ৩৫০ জন মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে

রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে, কারণ আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *