ঘরে ফিরল ভারতের স্পেস হিরো শুভাংশু শুক্লা

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৭ আগস্ট:
ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে দেশে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাকে বরণ করে নিলেন হাজারো মানুষ। তেরঙ্গার রঙে ভরে উঠল বিমানবন্দর, গর্জে উঠল করতালি, চোখ ভিজল আবেগে যখন শুক্লা পুনর্মিলিত হলেন স্ত্রী কমনা ও ছোট ছেলের সঙ্গে।

তার সম্মানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ইসরোর চেয়ারম্যান ডঃ ভি. নারায়ণন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সবাই একসঙ্গে ভারতের এই “স্পেস হিরো”-কে অভিবাদন জানান, যিনি কেবল দেশের গর্ব বাড়ালেন না, বরং ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী অভিযাত্রার পথও সুগম করে দিলেন।

শুক্লার এই যাত্রা কেবল স্মৃতিময় নয়—তাৎপর্যপূর্ণও বটে। নাসা, অ্যাক্সিওম স্পেস এবং স্পেসএক্সে তার বিশেষায়িত প্রশিক্ষণ, পাশাপাশি ISS-এ অর্জিত অভিজ্ঞতা ভারতের আগামী মানববাহী মহাকাশ অভিযানের ভিত্তি গড়বে। বিশেষ করে ২০২৭ সালের গগনযান মিশন-এ তার জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতের মহাকাশ পরিকল্পনা এখন অত্যন্ত উচ্চাভিলাষী। ২০৩৫ সালের মধ্যে একটি ভারতীয় কক্ষপথ স্টেশন’ গড়ে তোলার লক্ষ্য স্থির করা হয়েছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতিও জোরকদমে চলছে।

শুক্লার দেশে ফেরা শুধু এক নায়কের প্রত্যাবর্তন নয়, বরং ভারতীয় মহাকাশ বিজ্ঞানের নতুন অধ্যায়ের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *