নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বহরমপুরে গ্রেফতার এক পুরোহিত

নিউজ ফ্রন্ট, বহরমপুর, ১২ আগস্ট, ২০২৫ – এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বহরমপুরে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। রিং রোডের একটি আশ্রমের সঙ্গে যুক্ত ওই পুরোহিতের বিরুদ্ধে গতকাল, অর্থাৎ ১১ আগস্ট, ২০২৫ তারিখে নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারিনী জানিয়েছেন যে তিনি প্রায় চার-পাঁচ বছর ধরে ওই পুরোহিতকে চিনতেন, যিনি বহরমপুরের এক আশ্রমে ধর্মগুরু হিসেবে কর্মরত। রথযাত্রার সময় তিনি তার ১৭ বছর বয়সী নাবালিকা মেয়েকে দীক্ষার জন্য ওই পুরোহিতের কাছে নিয়ে যান।

পরবর্তীতে, মা জানতে পারেন যে পুরোহিত ৩ এপ্রিল, ২০২৫ তারিখে তার মেয়েকে ধর্ষণ করেছেন। অভিযোগ অনুযায়ী, ওই পুরোহিত এই ঘটনা কাউকে জানালে তার ভয়াবহ পরিণতির হুমকিও দেন। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এই ঘটনা প্রকাশ পায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

খাগড়া TOP-এর পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযোগকারিনীকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনায় পকসো (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার একমাত্র অভিযুক্ত হিসেবে ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ, ১২ আগস্ট, ২০২৫ তারিখে বহরমপুর পকসো আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *