মুর্শিদাবাদে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবন, সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদঃ  মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি পঞ্চায়েত এলাকায় ব্রাহ্মণী নদীর দু’টি বাঁধ ভেঙে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, মেদার মাঠের বাঁধ ভাঙা থাকার পর গতকাল বিকেলে দীঘা গ্রামের কাছে টেংরা বাঁধও ভেঙে যায়। ফলে পাহাড়পুর, দীঘা, কেলাই গ্রামের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। শনি গ্রামের নিচু অংশ, যাদবপুর, বাজিতপুর ও রামচন্দ্রপুরের একাংশে জল ঢুকে পড়েছে। নিম্নাঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

বিপজ্জনক ভাবে ঝুলছে বাড়ি

এদিকে, জেলার সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। উত্তর চাচন্ড ও মধ্য চাচন্ড গ্রামে গত রাতে গঙ্গার তীব্র ভাঙনে তলিয়ে গেছে প্রায় আট থেকে দশটি বাড়ি। প্রাণে বাঁচতে গ্রামবাসীরা রাতের অন্ধকারে নিরাপদ স্থানে সরে গেছেন। গঙ্গার জলে তলিয়ে গেছে বহু গবাদিপশু। ফাটল ধরেছে নদীর ধারে থাকা প্রাচীন কালীমন্দিরে। সকাল থেকে নদীতীরবর্তী বাসিন্দারা নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জলস্তর ও ভাঙনের গতিপ্রকৃতি দেখে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *