নিউজ ফ্রন্ট, পুরুলিয়া রাজ্যে উন্নয়নের ঢেউ উঠলেও, পুরুলিয়ার গুড়ুর অঞ্চলের একাধিক গ্রামে আজও মৌলিক পরিকাঠামোর স্বপ্ন অপূর্ণ। এই এলাকার হাজারো মানুষের কাছে নদী পারাপারের একমাত্র মাধ্যম ভেলা। সকাল থেকে রাত পর্যন্ত, স্কুলপড়ুয়া থেকে শুরু করে প্রবীণ—সবাইকে জীবনঝুঁকি নিয়েই টোটকো নদী পার হতে হয়।
এমনকি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের নথি বা সবুজ সাথীর সাইকেলও ভেলায় চড়ে নদী পারাপার হয়। নদী পার হতে মাথাপিছু গুনতে হয় নগদ দশ টাকা।
গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি, টোটকো নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। কিন্তু তাঁদের এই আবেদন-নিবেদন আজও ফলপ্রসূ হয়নি। বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক, সকলের কাছেই এই সমস্যা তুলে ধরা হয়েছে, কিন্তু আজও কোনো সুরাহা মেলেনি। এই বিষয়ে প্রশাসন এখনও নিরুত্তর।
প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে আশ্বাস মিললেও পরে কেউ খোঁজ নেয় না। নদীর স্রোত বাড়লে বা বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়, তখন দিন-রাত ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের।
এখন প্রশ্ন—উন্নয়নের জোয়ারে ভাসলেও, পুরুলিয়ার এই প্রান্তিক গ্রামগুলি কবে পাবে সেতুর নিশ্চয়তা?