‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও জোরদার করতে নির্দেশ রাজ্য সরকারের

নিউজ ফ্রন্ট, কলকাতা, ৫ আগস্ট, ২০২৫:

রাজ্যজুড়ে চলছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এই কর্মসূচিকে আরও ফলপ্রসূ এবং জনমুখী করে তুলতে কড়া বার্তা দিল রাজ্য সরকার। আজ সকালে মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন এবং একগুচ্ছ নির্দেশ দেন।


মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, প্রচারে কোনও ঘাটতি রাখা চলবে না।” প্রতিটি বুথে বসা শিবিরের তারিখ, সময় এবং স্থান আগেই সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে। যাতে কেউ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হন। প্রচারের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ দেন তিনি।


শুধু ক্যাম্পের আয়োজন করলেই হবে না, তা যেন কার্যকর হয়, তার জন্য দায়িত্বপ্রাপ্ত পদস্থ আধিকারিকদের শিবিরে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন মুখ্যসচিব। তিনি বলেন, “মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে ব্যবস্থা নেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই অফিসারদের মাঠে থাকতে হবে।”


ক্যাম্পের অবস্থান নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। তাঁর কথায়, ক্যাম্প যেন এমন জায়গায় না হয় যেখানে পৌঁছনো কঠিন। সাধারণ মানুষের জন্য সহজে পৌঁছনো যায়, এমন এলাকা বেছে নিতে হবে।”


উল্লেখ্য, গত শনিবার থেকেই শুরু হয়েছে রাজ্যের নতুন জনসংযোগ প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৬৩২টি শিবির আয়োজিত হয়েছে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে।

এই প্রকল্পের মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যার দ্রুত সমাধান, সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি সংযোগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বেশি সংখ্যক শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা এই শিবিরে উপস্থিত থাকবেন এবং অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবেন।

আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্যের নজর — মাঠে নামছে প্রশাসন, ভরসা রাখছে জনগণের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *