দেওঘরে মর্মান্তিক দুর্ঘটনা, ১৮ জন কানওয়ার যাত্রীর মৃত্যু — প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


ঝাড়খণ্ডের দেওঘরে কানওয়ার যাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৮ জন। গুরুতর আহত আটজনকে ভর্তি করা হয়েছে এইমস-এ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেওঘরের সাংসদ নিশিকান্ত দুবে।


নিউজ ফ্রন্ট, ২৯ জুলাই:
ঝাড়খণ্ডের দেওঘর জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। কানওয়ার যাত্রীদের নিয়ে যাওয়া একটি বাস ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাগ্রস্ত হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৮ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের স্থানান্তর করা হয়েছে রাঁচির এইমস হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে দেওঘরের মোহনপুর ব্লকের নবাপুর এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যান এবং বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কানওয়ার যাত্রীদের নিয়ে বৈদ্যনাথধাম থেকে বাসুকীনাথের দিকে যাচ্ছিল।

এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় বলেন, দেওঘরে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” প্রধানমন্ত্রীর দফতর এই বার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ শেয়ার করে।

দেওঘরের সাংসদ ও বিজেপি নেতা নিশিকান্ত দুবেও শোকপ্রকাশ করে এক্স-এ লেখেন, আমার লোকসভা কেন্দ্র দেওঘরে শ্রাবণ মাসের কানওয়ার যাত্রার সময় বাস-ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্তের মৃত্যু হয়েছে। বাবা বৈদ্যনাথ তাঁদের আত্মার শান্তি দান করুন পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিন।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *