ট্রাক প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা আদায়, ভূমি সংস্কার দপ্তর ও প্রশাসনের বিরুদ্ধে গাঁঠছড়ার অভিযোগ
মুর্শিদাবাদ, ২৫ জুলাই ২০২৫: মুর্শিদাবাদ জেলায় অবৈধ বালি খাদান এবং সেই বালি পরিবহনের লরি থেকে তোলা আদায়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কান্দির বড়ঞায় কানা ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এবং বীরভূমের সাঁইথিয়া থেকেও বালিভর্তি লরি আসছে। এই লরিগুলো থেকে পরপর তিন জায়গায় তোলা আদায় করা হচ্ছে।
অভিযোগকারীদের দাবি, খোর্সা মোড়ে রাজ্য সড়কের পাশেই একটি চেক পোস্ট বানিয়ে প্রকাশ্যে টাকা তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর—তাঁরা বলছেন, পুলিশের উপস্থিতিতেই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এই টাকা আদায় করছেন। প্রতিটি ট্রাক থেকে আড়াই থেকে তিন হাজার টাকা ধার্য করে আদায় করা হচ্ছে। যদিও এই টাকা ‘রাজস্ব’ বলে দাবি করা হচ্ছে, তবে কোন আইনে এই টাকা আদায় করা হচ্ছে, সে বিষয়ে দপ্তরের আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। এই বিষয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন মানবাধিকার কর্মী সাদরুল আলম।
এই অবৈধ তোলা আদায়ের ঘটনা নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, প্রশাসনের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই অবৈধ তোলা আদায় চলছে। এই গুলো হচ্ছে তৃণমূলের লোকেদের পয়সা তোলার যায়গা। দেখবেন যেখানেই এই রকম চেক পোস্ট আছে সেখানে সব তৃণমূলের লোকই থাকে।এই অবৈধ কারবারে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন মানুষ। আমরা তাঁর প্রতিবাদ জানাই। সরকার আমাদের বোঝানোর জন্য স্তোপ বাক্য দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না।
তবে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অচিন্ত্যম ঘোষ। তিনি দাবি করেছেন, এই ধরনের অভিযোগ মিথ্যা এবং এতে কোনো বেআইনি কিছু দেখছেন না তিনি।
এই ঘটনা মুর্শিদাবাদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।