খাগড়া সোনাপট্টিতে চাঞ্চল্য, পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার
নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ | ২৫ জুলাই:
বহরমপুরের খাগড়া সোনাপট্টি এলাকায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নামী সোনার দোকানের মালিক সঞ্জিত ধরকে (বয়স ৬০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব পরিচিত এক তরুণী গ্রাহক সোনার গহনা কেনার উদ্দেশ্যে সঞ্জিত ধরের দোকানে যান। দোকানদার তরুণীকে জানান, পছন্দের গয়না দেখতে প্রায় আধ ঘণ্টার মতো সময় লাগবে। সেই সময় তরুণী জানান, তিনি ক্ষুধার্ত। তখন সঞ্জিত ধর তাঁকে একটি আপেল কিনে দেন এবং দোকানের দোতলায় বসে খেতে বলেন।
তরুণী যখন দোতলায় যান, অভিযোগ তখনই অভিযুক্ত তাঁর সঙ্গে অশালীন ও অনভিপ্রেত আচরণ করেন। ভয় পেয়ে তরুণী দ্রুত নিচে নেমে এসে কান্নাকাটি শুরু করলে আশপাশের দোকানদার ও স্থানীয়রা সেখানে জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশকে।
খাগড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর সঞ্জিত ধরকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে আনা হয়। পুলিশের প্রাথমিক জেরাতেই তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে সূত্রের খবর।
তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।