News Front Desk | নদীয়া | ২৭ মে ২০২৫
প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে ‘লাল সাহেব’-এর কন্যা আলিফা আহমেদকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে।
মঙ্গলবার সকালে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে।“

🧕 কে এই আলিফা আহমেদ?
৩৮ বছর বয়সী আলিফা আহমেদ রাজনীতিতে একেবারে নতুন নন।
তিনি এর আগে জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব সামলেছেন।
শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কাজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
স্থানীয়দের মতে, “কালীগঞ্জের প্রতিটি মানুষ আলিফাকে চেনেন। তিনি রাজনীতির সঙ্গে মাটি ঘেঁষা ভাবেই যুক্ত।”
🗳️ কালীগঞ্জে উপনির্বাচনের সময়সূচি:
- ভোটগ্রহণ: ১৯ জুন, বৃহস্পতিবার
- ভোটগণনা: ২৩ জুন, রবিবার
নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল সাহেব ২০১১ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কালীগঞ্জ থেকে জয়ী হন। ২০২১ সালে তিনি প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর প্রয়াণের পর গত তিন মাস ধরে কালীগঞ্জ বিধানসভা আসনটি শূন্য রয়েছে।
দলীয় সূত্রে খবর, লাল সাহেবের নামে ও জনপ্রিয়তায় ভর করেই এবারের লড়াইয়ে নামছে তৃণমূল।
তাদের আশা, “বাবার পর মেয়েকেও আশীর্বাদ করবেন কালীগঞ্জবাসী।”
তবে বাবার মতো জনপ্রিয়তা আদৌ কেমন ধরে রাখতে পারবেন আলিফা — তা সময়ই বলবে।