ঋষভ পন্থের চোট ও প্রত্যাবর্তন নিয়ে সৌরভের সংশয় দূর, ম্যানচেস্টার টেস্টে ভারতের সম্ভাবনা

কলকাতায় এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য, পন্থের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৪ জুলাই: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আজ কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋষভ পন্থের চোট এবং তাঁর প্রত্যাবর্তন নিয়ে নিজের সংশয়ের কথা জানান। তবে, চোটকে অগ্রাহ্য করে দলের প্রয়োজনে আবারও ব্যাট করতে নেমে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ শুধু প্রাক্তন ভারত অধিনায়ককে সংশয়মুক্ত করেননি, বরং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ঋষভ পন্থের চোট নিয়ে আমার সংশয় ছিল। কিন্তু যেভাবে সে চোট নিয়েও দলের জন্য ব্যাট করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।” উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এর আগে কখনও টেস্ট ম্যাচ জেতেনি। তবে, এই পরিস্থিতিতেও সৌরভ আশাবাদী যে, প্রথম ইনিংসে ভারত ৪০০ রান তুলতে পারলে সুবিধাজনক অবস্থায় থাকবে।

পন্থের এই লড়াকু মনোভাব এবং দলের প্রতি তাঁর দায়বদ্ধতা সৌরভকে মুগ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, দলের কঠিন সময়ে পন্থের এই পারফরম্যান্স ভারতকে সিরিজে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এখন দেখার, সৌরভের এই আশাবাদ কতটা সত্যি হয় এবং ভারতীয় দল ম্যাঞ্চেস্টার টেস্টে কেমন ফল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *