খড়গপুর আইআইটি-তে শ্বাসনালীতে ওষুধ আটকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা ১৯ বছর বয়সী চন্দ্রদীপ পাওয়ার বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। গতরাতে ওষুধ খাওয়ার সময় তা গলায় আটকে শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি।
নিউজ ফ্রন্ট, ২২ জুলাই, কলকাতা:
খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-তে এক মর্মান্তিক ঘটনায় শ্বাসনালীতে ওষুধ আটকে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার, বয়স ১৯ বছর। তিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং মধ্যপ্রদেশের বাসিন্দা।
আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে যে, চন্দ্রদীপ গত বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। গতকাল রাতে ওষুধ খাওয়ার সময় অসাবধানতাবশত তা তাঁর গলায় আটকে যায়, যার ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার এই প্রতিষ্ঠানেরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। সর্বোচ্চ আদালত আইআইটি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে যে, ঘটনার পরই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিনা।
প্রসঙ্গত, চলতি বছরের প্রথম সাত মাসেই আইআইটি খড়গপুর ক্যাম্পাসে মোট ৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ধারাবাহিক ঘটনাগুলি ক্যাম্পাসের নিরাপত্তা এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।