কলকাতা প্রেস ক্লাবের ৮১তম প্রতিষ্ঠা দিবস: প্রাক্তন ফুটবলারদের কাছে হার প্রেস ক্লাব একাদশের

মোহনবাগান মাঠে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচে তারকাদের মেলা, ৩-২ গোলে জয়ী প্রাক্তনরা

কলকাতা, ২২ জুলাই: প্রতি বছরের মতো এবারও কলকাতা প্রেস ক্লাবের ৮১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মোহনবাগান মাঠে এক বন্ধুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এই ম্যাচে ভারতীয় প্রাক্তন ফুটবলার একাদশ বনাম প্রেস ক্লাব একাদশ মুখোমুখি হয়েছিল। টানটান উত্তেজনার এই ম্যাচে প্রেস ক্লাব একাদশকে ৩-২ গোলে পরাজিত করে ভারতীয় প্রাক্তন ফুটবলার একাদশ জয়লাভ করেছে।

এই প্রীতি ম্যাচে ফুটবলপ্রেমীরা একঝাঁক তারকা ফুটবলারকে মাঠে নামতে দেখেছেন। প্রাক্তন ভারতীয় ফুটবলার একাদশের হয়ে অংশ নেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, প্রশান্ত চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা। তাঁদের ফুটবল শৈলী দর্শকদের মুগ্ধ করে।

ম্যাচ শেষে রীতি মেনে ভারতীয় প্রাক্তন ফুটবলারদের হাতে পুষ্পস্তবক তুলে দেন প্রেস ক্লাবের সচিব কিংশুক প্রামাণিক। এই প্রীতি ম্যাচটি শুধু কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপনই নয়, ফুটবল এবং সাংবাদিকতার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরল। এই ধরনের আয়োজন ক্রীড়া ও সংবাদ জগতের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *