মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার শুনানি ৪ সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অবমাননা মামলার শুনানি ৪ সপ্তাহের জন্য স্থগিত করল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা রাজনৈতিক লড়াই আদালতে না এনে অন্য পথে লড়ার পরামর্শ দেন।
নিউজ ফ্রন্ট, ২১ জুলাই, নয়াদিল্লি:
শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একটি অবমাননা মামলার শুনানি ৪ সপ্তাহের জন্য মুলতুবি রাখল ভারতের সর্বোচ্চ আদালত।
আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় বিচারপতিরা সাফ জানিয়ে দেন, আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত করা যাবে না। তাঁরা বলেন, “এই লড়াই রাজনৈতিক। আপনারা অন্য জায়গায় গিয়ে লড়ুন, আদালতকে এর মধ্যে টেনে আনবেন না।”
আবেদনকারী আত্মদীপ নামক একটি সংস্থার তরফ থেকে আদালতে দাবি করা হয়েছিল, ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এক নির্দেশে দুর্নীতির প্রেক্ষিতে শিক্ষক ও নন-টিচিং স্টাফের নিয়োগ বাতিলের রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার, সেই রায় কার্যকর না করে আদালতের নির্দেশের অবমাননা করছে।
আবেদনকারীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ এপ্রিল দেওয়া একটি ভাষণে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যা আদালতের মর্যাদাকে ক্ষুণ্ন করে। সেই সঙ্গে তিনি আদালতের আদেশ লঙ্ঘন করে বরখাস্ত হওয়া গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার ঘোষণাও করেন।
যেহেতু সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করতে গেলে অ্যাটর্নি জেনারেলের পূর্বানুমতি প্রয়োজন হয়, সেই অনুমতির জন্য সময় চেয়ে শুনানি স্থগিত করার আর্জি জানান প্রবীণ আইনজীবী মনিন্দর সিং। আদালত সে অনুরোধ মেনে শুনানি আগামী ৪ সপ্তাহের জন্য স্থগিত রাখে।