শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে দায়ের হল মামলা
নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ২১ জুলাই: পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। আত্মদীপ নামক একটি সংস্থার পক্ষ থেকে এই আবেদন দায়ের করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে যে, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের গত ৩ এপ্রিলের আদেশকে মমতা সরকার অবজ্ঞা করছে। শুধু তাই নয়, আবেদনে আরও বলা হয়েছে যে, ৭ এপ্রিল দেওয়া এক ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক মন্তব্য করেছেন যা সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করে। এমনকি, সুপ্রিম কোর্টের আদেশকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় পদচ্যুত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক বেতন দেওয়ার নীতিও তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) দ্বারা ২০১৬ সালে করা ২৫,৭৫৩টি শিক্ষক এবং অশিক্ষক পদের নিয়োগ বাতিল করার কলকাতা হাইকোর্টের আদেশ বহাল সেই রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ই বহাল রাখে এবং গোটা প্রক্রিয়াকে ‘দূষিত’ (Tainted) বলে উল্লেখ করে।
আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।