নিউজ ফ্রন্টঃ রাশিয়ার কামচাটকা উপকূলে রবিবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪। এই ভূমিকম্পের জেরে প্যাসিফিক মহাসাগরের উপকূলবর্তী একাধিক এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ওই অঞ্চলে ৫.০ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হলেও তখন সুনামি নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সবচেয়ে বড় কম্পনের পর আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, “দুর্যোগপূর্ণ সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।”
সতর্কতা জারি করা হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা অঞ্চলগুলিতে। এই উৎপত্তিস্থলটি রাশিয়ার কামচাটকা অঞ্চলের রাজধানী থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে, সমুদ্রের গভীরে অবস্থিত।
যদিও কামচাটকার বিপরীতে বেরিং সাগরের ওপারে রয়েছে আমেরিকার আলাস্কা, তবে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে—আলাস্কা বা কোনও মার্কিন ভূখণ্ড এই সুনামির হুমকির আওতায় নেই।
পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাশিয়া ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলি। তবে এখন পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।