নিউজ ফ্রন্ট, পাটনা, ১৯ জুলাইঃ
চন্দন মিশ্র হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল বিহার পুলিশ। বিগত রাতের ঘটনার পর পাটনার পারস হাসপাতালের সামনে যেভাবে গুলি করে খুন করা হয়েছিল তাঁকে, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে। প্রথমে এক অভিযুক্ত তওসিফ ওরফে বাদশাকে গ্রেফতার করা হলেও, বাকি চার অভিযুক্ত ছিল পলাতক। এবার পুলিশের জালে ধরা পড়েছে তারাও।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ অভিযান চালিয়ে চার অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে, যেখানে রাজ্যের STF (Special Task Force)-এর সহযোগিতা নেয় বিহার পুলিশ। এই চারজনই ‘শেরু গ্যাং’-এর সদস্য বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে ঘিরে পাটনায় যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হল পুলিশি তৎপরতায়। বিহার পুলিশের তরফে আজ বিকেল পাঁচটায় একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, যেখানে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে এই উচ্চপ্রোফাইল হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক যোগ, গ্যাংস্টারদের মদত এবং নিরাপত্তার গাফিলতির প্রশ্নও উঠতে শুরু করেছে। তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজ্যবাসীর।