সুপারহিরো কমিকের ফাঁকে ৪০ কোটির কোকেন! বেঙ্গালুরুতে ধৃত যাত্রী

দোহা থেকে আসা এক ভারতীয় যাত্রীর কাছ থেকে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হল ৪ কেজিরও বেশি কোকেন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। যাত্রীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

নিউজ ফ্রন্ট, ১৯ জুলাই:
শুক্রবার ভোরবেলা বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। দোহা থেকে বেঙ্গালুরু আসা এক ভারতীয় যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (DRI)-এর বেঙ্গালুরু জোনাল ইউনিট প্রায় ৪.০০৬ কেজি কোকেন উদ্ধার করেছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ৪০ কোটি টাকা

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরেই আটক করা হয়। তাঁর লাগেজ তল্লাশি করে দেখা যায়, কিছু সুপারহিরো কমিক ম্যাগাজিন অস্বাভাবিক ভারী। ম্যাগাজিনগুলির কভারের মধ্যে লুকিয়ে রাখা ছিল সাদা পাউডার। পরীক্ষার পর সেটিকে কোকেন হিসেবে শনাক্ত করা হয়।

DRI জানায়, এই মাদক উদ্ধারের ঘটনা দক্ষিণ ভারতের বিমানবন্দরগুলিতে মাদক পাচারকারী চক্রগুলির বিরুদ্ধে বড় ধাক্কা। উদ্ধার হওয়া কোকেন NDPS আইন, 1985 অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *