২১ জুলাই শুরু বর্ষাকালীন অধিবেশন, কৌশল নির্ধারণে সরগরম সব রাজনৈতিক দল


২১ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সেই অধিবেশন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। বিজেপি এবং বিরোধী INDIA জোট, উভয়েই নিজেদের কৌশল নির্ধারণে সভা করছেন, যাতে অধিবেশন চলাকালীন গুরুত্বপূর্ন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া যায়।

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৯ জুলাই:
সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২১ জুলাই থেকে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। এই অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে বিশেষ আলোচনা, কৌশল নির্ধারণের তোড়জোড়। আজ ‘ইন্ডিয়া’ জোট অধিবেশনের সময় তাদের অবস্থান ঠিক করতে এবং ঐক্য প্রদর্শনের জন্য একটি অনলাইন বৈঠক করবে।

বিজেপির পক্ষ থেকে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকে এই অধিবেশনে সরকারের সম্ভাব্য বিল এবং রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, বিরোধী জোট INDIA Bloc আজ এক অনলাইন বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান ঠিক করার চেষ্টায় রয়েছে। সূত্রের খবর, একাধিক বিষয়ে একযোগে কথা বলার কৌশল এবং সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ বিরোধিতার পরিকল্পনাই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠকে থাকারে কথা তৃনমূল সর্ব ভারতীয় সাধারন সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি।

সরকার আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে, যেখানে অধিবেশনের সময়সূচী এবং আলোচ্য বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সরকারের তরফ থেকে সব দলের সহানুভূতিশীল সহযোগিতা কামনা করা হবে, যাতে দুই কক্ষেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই বর্ষাকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ এবং পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অধিবেশনের মধ্যবর্তী সময়ে, ১৩ ১৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংসদে থাকবে ছুটি।

বিশেষভাবে উল্লেখ্য ২১ জুলাই আবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসও। ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যেতে পারে। সংসদের ভিতরে ও বাইরে দুই জায়গাতেই চলবে কৌশলের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *