দেশজুড়ে বর্ষার তাণ্ডব

৭ দিনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বিপর্যস্ত হিমাচল, মৃত ১০০’র বেশি


নিউজ ফ্রন্ট | ১৭ জুলাই:
ভারতে বর্ষা জাঁকিয়ে বসতেই দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। আগামী সাত দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে বর্ষাজনিত ঘটনায় ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার লক্ষ টাকারও বেশি। রাজ্যের একাধিক জেলায় ধস, হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি, জলে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা গাছ বা পাথর থেকে পড়ে মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে প্রশাসন।

📌 কোন রাজ্যে কেমন আবহাওয়ার পূর্বাভাস?

🔸 উত্তরাখণ্ড, রাজস্থান মধ্যপ্রদেশে এখনও প্রবল বর্ষণ চলছে।
🔸 ওড়িশা, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ সিকিমে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
🔸 কনকন, গোয়া মহারাষ্ট্রের ঘাট অঞ্চল—২০ ও ২১ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস।
🔸 অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম ত্রিপুরা—১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা।
🔸 কেরল, মাহে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক—পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
🔸 উত্তরপ্রদেশ বিহার—এখনও পর্যন্ত অনিয়মিত ও তুলনামূলকভাবে হালকা বৃষ্টিপাত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে পরবর্তী সপ্তাহ জুড়ে। সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন ও সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *