প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারতীয় মহিলা দল, দীপ্তির ব্যাটে রেকর্ড রান তাড়া

নিউজ ফ্রন্ট | ১৭ জুলাই:

সাউদাম্পটনে অনুষ্ঠিত প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ভারত।

দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দীপ্তি শর্মা। তাঁর অপরাজিত অর্ধশতক, সঙ্গে জেমিমা রড্রিগেজ ও আমনজোত কৌরের মূল্যবান অবদান ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার সাক্ষী হয়ে রইল।

এই জয় ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে কোনও দলের জয়ের নজিরও বটে।

এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Image: BCCI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *