সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

নিউজ ফ্রন্ট | কলকাতা | ১৬ জুলাই আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় এবার নিজের বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। সেই আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির বেঞ্চ জানিয়ে দেয়, সঞ্জয়ের আবেদনের শুনানি হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দায়ের করা ফাঁসির দাবির মামলার সঙ্গেই। পাশাপাশি আদালত জানিয়েছে, নিহত চিকিৎসক অভয়ার পরিবারও এই মামলায় পক্ষ হিসেবে যুক্ত হতে পারবেন।

উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজে ইন্টার্নশিপরত অবস্থায় অভয়ার রহস্যমৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ওই ঘটনায় হাসপাতালের এক কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।

তবে সোমবার হাইকোর্টে সঞ্জয়ের আইনজীবী দাবি করেন, এই মামলায় যেসব সাক্ষ্য ও প্রমাণ পেশ করা হয়েছে, তা সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগকে পুরোপুরি প্রমাণ করতে পারেনি। বরং এখনও তদন্ত চলছে — এমন পরিস্থিতিতে সঞ্জয় রায়কে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে আদালতে সওয়াল করেন তিনি।

এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসে নির্ধারিত হয়েছে। এখন দেখার, হাইকোর্ট কী রায় দেয়—সাজা বহাল থাকে, নাকি মেলে খালাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *