পাঞ্জাবে সহকারী অধ্যাপক নিয়োগে ধাক্কা, সুপ্রিম নির্দেশে পাঞ্জাবে বাতিল ১১৫৮  

পাঞ্জাব সরকারের জন্য বড় ধাক্কা! সুপ্রিম কোর্ট রাজ্যে ১১৫৮ সহায়ক অধ্যাপক গ্রন্থাগারিকের নিয়োগ বাতিল করেছে। ইউজিসি নিয়ম মেনে ছয় মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ।

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি: পাঞ্জাব সরকারের জন্য বড় ধাক্কা এসেছে সুপ্রিম কোর্ট থেকে। দেশের সর্বোচ্চ আদালত রাজ্যে ১১৫৮ জন সহায়ক অধ্যাপক ও গ্রন্থাগারিকের নিয়োগ বাতিল করে দিয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নিয়োগ খারিজ করেছে।

এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছর সেপ্টেম্বরে এই নিয়োগকে সঠিক বলে রায় দিয়েছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে যে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে একেবারে খেয়ালখুশি মতো। নিয়ম-কানুনকে পাশ কাটিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে যে ইউজিসির নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

শুনানির সময় পাঞ্জাব সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে রাজ্যের সরকারি কলেজগুলিতে অধ্যাপকদের প্রচণ্ড অভাব রয়েছে। তাই এই নিয়োগ বাতিল না করার জন্য আবেদন জানানো হয়েছিল। এই যুক্তির জবাবে আদালত বলেছে যে কলেজে নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নিয়ম মানা বাধ্যতামূলক। নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইউজিসির নিয়ম সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

২০২১ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একক বেঞ্চ প্রথমে এই নিয়োগ বাতিল করেছিল। তবে পরে এই মামলায় আপিল করা হলে একই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছর সেপ্টেম্বরে নিয়োগকে বৈধ বলে রায় দেয়। কিছু প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই নিয়োগ বাতিল করেছে।

এই ঘটনা শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মানার গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে। পাঞ্জাব সরকারকে এখন ইউজিসির নির্দেশিকা মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *