পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অধ্যাপক অসীম ঘোষ হলেন হরিয়ানার নতুন রাজ্যপাল

নিউজ ফ্রন্টঃ ৩৮ বছরের দীর্ঘ এক শিক্ষাজীবনের অভিজ্ঞতা, সঙ্গে একনিষ্ঠ রাজনৈতিক পথচলা—সব মিলিয়ে অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার নতুন রাজ্যপাল পদে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার প্রকাশিত রাষ্ট্রপতির ঘোষণায় আরও দু’টি গুরুত্বপূর্ণ নিয়োগ রয়েছে—পুষাপতি অশোক গজপতি রাজুকে গোয়ার রাজ্যপাল এবং কবিন্দর গুপ্তাকে লাদাখের উপরাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে।

অধ্যাপক অসীম ঘোষের জন্ম ১৯৪৪ সালে হাওড়া জেলায়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে। পরে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত, টানা ৩৮ বছর তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন অধ্যাপক ঘোষ। ১৯৯১ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি বিজেপির রাজ্য সম্পাদক হন এবং ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজ্য সভাপতির গুরুদায়িত্ব সামলান। পরবর্তী সময়ে তিনি ত্রিপুরা রাজ্যে দলের পর্যবেক্ষকের ভূমিকাতেও ছিলেন।

নিয়োগের খবর পেয়ে অধ্যাপক ঘোষ বলেন,এটা অত্যন্ত গুরু দায়িত্ব। আমি চেষ্টা করব রাজ্য কেন্দ্রের মধ্যে সমন্বয় রেখে সাংবিধানিক দায়িত্ব সুচারুরূপে পালন করতে।”

তাঁর এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির অপর প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “অধ্যাপক ঘোষের দূরদর্শী নেতৃত্ব হরিয়ানার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অধ্যাপক অসীম ঘোষের মতো শিক্ষাবিদ ও রাজনীতিকের হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিয়োগ রাজ্য ও দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক পরিসরে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে, অভিজ্ঞতা ও সংযমের সঙ্গে এই সাংবিধানিক পদে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *