শহীদ দিবসে জনজীবন স্বাভাবিক রাখার আবেদন, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিউজ ফ্রন্টঃ ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচির দিন জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন (AILU)।

সোমবার সংগঠনের পক্ষ থেকে আদালতে পিটিশন দাখিল করে বলা হয়েছে, শহরের সাধারণ মানুষ ও অফিস-আদালতগামী নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন যেন সেইদিন যথাযথ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করে। শহরের যানজট নিয়ন্ত্রণ, হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলিতে সহজ যাতায়াত নিশ্চিত করাও এই মামলার অন্যতম উদ্দেশ্য।

আদালতে বলা হয়েছে, শহীদ দিবস কর্মসূচি ঘিরে প্রতিবছর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পরে অফিস টাইমের ওপরও। সে কথা মাথায় রেখেই আগেভাগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে AILU।

আদালত এই মামলার শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে। এখন দেখার, শহীদ দিবসের আগে এই বিষয়ে কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *