নিউজ ফ্রন্টঃ
লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ড ভারতকে ২২ রানে হারিয়ে পাচঁ ম্যাচের টেস্ট সিরিজ অ্যান্ডারসন – টেন্ডুলকার ট্রফিতে ২-১ এ এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম তথা শেষ দিনে চা পানের বিরতির পর ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানে শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৬১ রানে অপরাজিত থাকেন। কে এল রাহুল করেন ৩৯ রান। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস, জোফ্রা আর্চার তিনটি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স দুটি, ক্রিস ওকস ও শোয়েব বশির একটি করে উইকেট নিয়েছেন। তবে ম্যাচ হেরে চিন্তিত নন ভারত অধিনায়ক শুভমন গিল। দলের লড়াইয়ের প্রশংসা করে শুভমন বললেন,’ জাদেজা আর টেলএন্ডরদের ব্যাটিংয়ে আমি অত্যন্ত গর্বিত। পাঁচ দিন লড়াকু ক্রিকেট খেলা হয়েছে। যখন সেই লড়াই শেষ সেশনে শেষ উইকেটে পৌঁছে যায়, তখনই বোঝা যায় সেটা কতটা তীব্র ছিল। রান তাড়া করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।
এক সময় ভেবেছিলাম ৮০-১০০ রানের লিড হলেই যথেষ্ট। কারণ পঞ্চম দিনে এই মাঠে ১৫০-২০০ রান তাড়া করা যে কিছুটা কঠিন সেটা আগে থেকেই জানতাম। তাই অন্তত ৮০ রানের লিড চেয়েছিলাম। তা হলেই ভাল জায়গায় থাকতাম। তা ছাড়া, চতুর্থ দিন শেষ এক ঘণ্টায় খুব খারাপ ব্যাট করেছি আমরা। বিশেষ করে শেষ দুটো উইকেট পড়া একেবারেই উচিত হয়নি। আজ সকালেও যদি একটা অন্তত ৫০ রানের জুটি হত, তা হলেই অনেকটা ভাল জায়গায় থাকতাম আমরা।”
সিরিজ়ে পিছিয়ে গিয়েও খুব একটা চিন্তিত নন শুভমন। তাঁর মতে, যে লড়াইটা তাঁরা করেছেন সেটাই আসল। ভারত অধিনায়কের কথায়, “কখনও কখনও সিরিজ়ের স্কোরকার্ড আসল চিত্রটা পরিষ্কার করে না। আমরা ভাল ক্রিকেট খেলেছি। এখন থেকে আরও ভাল খেলব বাকি সিরিজ়ে।”সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২৩ শে জুলাই শুরু হবে।