NEWS FRONT | ১৩ জুলাই | মহেশতলা:
পুনরায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এবারে ঘটনাস্থল দক্ষিণ শহরতলির মহেশতলার আক্রা হাই মাদ্রাসা। অভিযোগ, দিনের পর দিন ছাত্রীদের শ্লীলতাহানি করে চলেছেন ওই স্কুলের শিক্ষক মতিউর রহমান।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাধিক ছাত্রী এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইছিল, কিন্তু ভয় বা লজ্জার কারণে কেউই প্রকাশ্যে কিছু বলতে পারেনি। তবে গতকাল একজন ছাত্রীর অভিভাবকের মাধ্যমে বিষয়টি জানাজানি হতেই চরমে ওঠে উত্তেজনা।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা স্কুল গেটের সামনে জড়ো হন। সকলের মুখে একটাই দাবি—অভিযুক্ত শিক্ষকের কঠিন শাস্তি। এরপর ক্ষুব্ধ জনতা শিক্ষক মতিউর রহমানকে স্কুল ভবনের ভিতর থেকে টেনে রাস্তায় এনে গণধোলাই দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF। তারা শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে, নির্যাতিতা ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার মা বলেন, “শিক্ষার যায়গায় যদি মেয়েদের এইরমকম করে হেনস্তা হতে হয় তাহলে কি করে হবে। যদি আমরা চুপ থাকি, তাহলে আগামী দিনে আরও মেয়েরা এই নির্যাতনের শিকার হবে। কঠোর শাস্তি চাই ওই শিক্ষকের।”