নিউজ ফ্রন্ট, কলকাতা | ১২ জুলাই, ২০২৫:
সব আলো যখন জনপ্রিয় খেলার দিকেই ঘোরে, ঠিক তখনই নীরবে-নিভৃতে নিজেদের জায়গা করে নিচ্ছে বাংলা চকবল। রাজ্য চকবল সংস্থা (WBCA), যারা বেঙ্গল অলিম্পিক সংস্থার অংশ নয়, তারাই গত কয়েক বছরে এই খেলায় বাংলাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সাফল্যের স্বীকৃতি স্বরূপ আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধিত হল বাংলার ৮টি চকবল দল।
২০১২ সালে প্রতিষ্ঠিত রাজ্য চকবল সংস্থা। তেমন কোনও সরকারি অনুদান বা বড় মাপের পৃষ্ঠপোষকতা নেই। তবুও হিমাংশু ঘোষ দোস্তিদার এবং সুব্রত চক্রবর্তী-র মতো কর্তাদের নিরন্তর প্রয়াসে এই সংস্থাই আজ বাংলার গর্ব।
সম্প্রতি শেষ হওয়া ন্যাশনাল সিনিয়র চকবল চ্যাম্পিয়নশিপে, ছেলে ও মেয়ে উভয় বিভাগেই বাংলা তৃতীয় স্থান অর্জন করেছে। জুনিয়র বিভাগে ছেলে ও মেয়েরা দু’জনেই চ্যাম্পিয়ন। সাবজুনিয়র বিভাগে ছেলেরা এবং মেয়েরাও তৃতীয় হয়েছে। ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে বাংলা দু’টি বিভাগেই চ্যাম্পিয়ন।
আজ সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮টি সফল দলকে সংবর্ধনা দেওয়া হয় কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাংশু ঘোষ দোস্তিদার এবং সুব্রত চক্রবর্তী সহ সংস্থার সদস্যরা।
সংস্থার নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর-এর। তিনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও পাঠিয়েছেন একটি আন্তরিক শুভেচ্ছা বার্তা।
সাফল্যের এই পথে চলতে রাজ্য চকবল সংস্থা চায় আরও সহায়তা ও স্বীকৃতি। খেলাধুলার বিকাশে এই ধরনের বিকল্প খেলাও যে বাংলার মাটিতে সাফল্যের গল্প লিখতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের সংবর্ধনা।
চকবলের মতো তুলনামূলক অচেনা খেলাকে কেন্দ্র করে গড়া এই সাফল্য যেন ভবিষ্যতে বাংলার খেলাধুলায় এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে — এই আশাই করছেন ক্রীড়া অনুরাগীরা।