নিউজ ফ্রন্ট | কলকাতা | ১০ জুলাই, ২০২৫
সাউথ ক্যালকাটা ল’ কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের মামলায় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) আজ তদন্ত রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়।
কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডেপুটি কমিশনারের নেতৃত্বে এই রিপোর্ট তৈরি হয়েছে। মামলার শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টের একটি কপি নির্যাতিতার আইনজীবীকে প্রদান করতে হবে। তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সেই রিপোর্ট কোনওভাবেই সংবাদমাধ্যম বা তৃতীয় কোনও পক্ষের হাতে যেতে দেওয়া যাবে না।
এদিন কসবা থানার তদন্তকারী আধিকারিকও পৃথকভাবে এই ঘটনায় তার রিপোর্ট পেশ করেন আদালতে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, তদন্তে কী অগ্রগতি হল, তার বিস্তারিত রিপোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে।
এই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন মানবাধিকার কর্মী, আইনজীবী মহল ও ছাত্র সমাজ।