বেটিং অ্যাপে প্রচার! ২৯ সেলেবের নামে ইডির মানিলন্ডারিং কেস

অভিনেতা থেকে ইউটিউবার, প্রমোশনে জড়িত, অভিযোগে ঝড় বিনোদন জগতে


অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে অভিনেতা, ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার মিলিয়ে ২৯ জন সেলেব্রিটির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় নাম নথিভুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে চলেছে তদন্ত।


নিউজ ফ্রন্ট, ১০ জুলাই:
অবৈধ বেটিং অ্যাপ প্রোমোট করার অভিযোগে ২৯ জন চলচ্চিত্র অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারের বিরুদ্ধে মানি লন্ডারিং কেস রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গেছে, Junglee Rummy, A23, Jeet Win, Pari match, Lotus365-এর মতো বেআইনি বেটিং প্ল্যাটফর্মগুলির প্রচারে অংশ নিয়েছিলেন এই সব সেলেব্রিটিরা।

এই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগুবাটি, প্রকাশ রাজ, নিধি আগরওয়াল ও প্রণিতা সুবাশ-সহ আরও অনেকে। তদন্তের মূল ফোকাস—এই অ্যাপগুলির প্রোমোশনের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে, আর সেলেব্রিটিদের ভূমিকা ঠিক কতটা।

তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে দায়ের হওয়া মোট পাঁচটি FIR-এর ভিত্তিতে ED এই তদন্ত শুরু করেছে। এক অভিযোগকারীর দাবি, ইউটিউবে এই সেলেবদের বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে ৩ কোটিরও বেশি টাকার ক্ষতির শিকার হয়েছেন তিনি।

ইতিমধ্যেই ইউটিউবার Harsha Sai, Bayya Sunny Yadav, Tasty Teja, ‘Local Boy Nani’ চ্যানেল, এবং অন্যান্য ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরের নাম রয়েছে তালিকায়। এমনকি কিছু প্রোমোশন ‘সামাজিক কাজ’ বা ‘এন্টারটেনমেন্ট’ বলে চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

ED সূত্রে খবর, খুব শীঘ্রই এই ২৯ জনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তদন্তের কড়া নজর রয়েছে টাকার লেনদেন এবং প্ল্যাটফর্মগুলির পরিচালনার পেছনের মূল চক্রীদের ওপরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *