নিউজ ফ্রন্ট, দিল্লি, ১০ জুলাই:
বৃহস্পতিবার সকালে হরিয়ানার ঝাঝ্জর জেলায় রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ হওয়া এই কম্পনে কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এনসিআর অঞ্চল—নয়ডা, গুরগাঁও ও ফারিদাবাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাটির কম্পন অনুভব করে অনেকেই হুড়মুড়িয়ে বাড়ি বা অফিস থেকে বেরিয়ে পড়েন। যদিও প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্র (National Centre for Seismology) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির ১০ কিমি গভীরে। দিল্লি ভূমিকম্পপ্রবণ এলাকা (Seismic Zone IV)-তে অবস্থিত হওয়ায় মাঝারি থেকে শক্তিশালী কম্পনের ঝুঁকি এখানকার বাসিন্দাদের জন্য সবসময় থেকেই যায়।
প্রশাসনের তরফে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সেই সংক্রান্ত নির্দেশিকাও অনুসরণ করতে বলা হয়েছে।
