নিউজ ফ্রন্ট, কলকাতা, ১০ জুলাই:
আর.জি. করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় নিম্ন আদালতের দেওয়া আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
সঞ্জয় রায়ের তরফে দাবি করা হয়েছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং মামলার বিচারে একাধিক অনিয়ম হয়েছে। সেই কারণেই তিনি বেকসুর খালাসের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে আগামী বুধবার। তখন ঠিক হবে আদালত আবেদনটি গ্রহণ করবে কি না।
উল্লেখ্য, এই নৃশংস ঘটনাটি রাজ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তরুণী চিকিৎসকের পরিবারও নিম্ন আদালতের রায়কে ন্যায়বিচার বলে অভিহিত করেছিল। এখন দেখার বিষয়, উচ্চ আদালতের দৃষ্টিভঙ্গি কী হয়।