নিউজ ফ্রন্ট, ১০ জুলাই:
বিশ্বখ্যাত উদ্যোক্তা এলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (পূর্বতন টুইটার)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) লিন্ডা ইয়াক্কারিনো পদত্যাগ করেছেন। X-এ একটি পোস্ট করে তিনি নিজেই এই খবর জানান এবং তাঁর দুই বছরের কর্মজীবনকে ‘অসাধারণ’ বলে ব্যাখ্যা করেন।
লিন্ডা লেখেন, “X-এর CEO হিসেবে দুই বছর অসাধারণ সময় কাটানোর পর আমি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি সহজ সিদ্ধান্ত নয়, তবে সময় এসেছে এগিয়ে যাওয়ার।”
তিনি আরও লেখেন, “যখন প্রথমবার এলন মাস্ক ও আমি X-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, তখনই বুঝতে পারি এই অসাধারণ মিশনের অংশ হওয়া আমার জীবনের অন্যতম বড় সুযোগ। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব মাস্কের প্রতি, যিনি আমার উপর আস্থা রেখে X-কে ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তর করার দায়িত্ব দিয়েছিলেন।”
তাঁর পদত্যাগের পর, এখন প্রশ্ন উঠেছে X-এর পরবর্তী CEO কে হবেন। যদিও এ নিয়ে এখনও কোম্পানির তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।