লালগোলা, ৯ জুলাই:
আজ ভোরবেলা গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য খবরে অভিযান চালিয়ে লালগোলা থানার পুলিশ গ্রেফতার করল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় সহযোগীকে। অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুর রকিব (২৫)এবং কাউসার আলি (৩৫), দুজনেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই বাংলাদেশি নাগরিক মোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পণ্ডিতপুর গ্রামের আজিজুর শেখ-এর বাড়িতে গোপনে অবস্থান করছিলেন। আজিজুর শেখ নিজেই ওই দুই ব্যক্তিকে আশ্রয় দিয়ে সাহায্য করছিলেন। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।
লালগোলা থানায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের উদ্দেশ্য, সময়কাল ও স্থানীয় যোগাযোগের খোঁজখবর নিচ্ছে।
এ ধরনের অনুপ্রবেশ ও অবৈধ আশ্রয়ের ঘটনায় প্রশাসন আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে।