উত্তরবঙ্গের জঙ্গলে বন্যপ্রাণীদের জন্য আধুনিক হাসপাতাল, রাজ্য সরকারের বড় পদক্ষেপ

নিউজ ফ্রন্ট | উত্তরবঙ্গ | ৯ জুলাই, ২০২৫

উত্তরবঙ্গের বনাঞ্চলে বসবাসকারী বন্যপ্রাণীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। জলদাপাড়া, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, গরুমারা সুকনা বনাঞ্চলে এবার গড়ে উঠছে আধুনিক ও পরিকাঠামোসমৃদ্ধ বন্যপ্রাণী হাসপাতাল

বন দফতর ও পরিবেশবিদদের দীর্ঘদিনের দাবি ছিল, গুরুতর আহত বা অসুস্থ বন্যপ্রাণীদের জন্য উত্তরবঙ্গে নির্দিষ্ট কোনও উন্নত চিকিৎসাকেন্দ্র নেই। এবার সেই অভাব পূরণে এগিয়ে এল রাজ্য সরকার।

 কী থাকছে এই হাসপাতালে?

 সরীসৃপ, স্তন্যপায়ী ও পাখিদের জন্য আলাদা চিকিৎসা বিভাগ, অপারেশন থিয়েটার, অ্যানেস্থেসিয়া ইউনিট, আল্ট্রাসোনোগ্রাফি ময়নাতদন্তের সুবিধা, পূর্ণ সময়ের পশু চিকিৎসক, মেডিক্যাল টিম সহকারী কর্মীরা,  ২৪x৭ জরুরি পরিষেবা, বিশেষ করে চিতাবাঘ, হরিণ, পাখি ও সাপের মতো প্রাণীদের জন্য।  হাতি বা বাইসনের মতো বড় প্রাণীদের চিকিৎসা সীমিত হলেও প্রাথমিক পরিষেবা থাকছে

কোথায় তৈরি হচ্ছে হাসপাতাল?

  • জলদাপাড়া
  • বক্সা ব্যাঘ্র প্রকল্প
  • গরুমারা জাতীয় উদ্যান
  • সুকনা বনাঞ্চল

এই হাসপাতালগুলি শুধু সংশ্লিষ্ট বনাঞ্চলের জন্য নয়, উত্তরবঙ্গের যেকোনো প্রান্ত থেকে উদ্ধার হওয়া অসুস্থ বা আহত প্রাণীদের চিকিৎসার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *