নিউজ ফ্রন্ট | কলকাতা | ৯ জুলাই, ২০২৫ শ্রম কোড বাতিল, কর্মসংস্থান, এবং মজুরি বৃদ্ধি সহ মোট ১৭ দফা দাবিতে আগামীকাল (বুধবার) দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে SFI, AISF, আইসা ও PSU-সহ বাম ঘনিষ্ঠ ৫টি ছাত্র সংগঠন।
এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের শ্রমিক সংগঠনরাও ধর্মঘটে অংশ নিচ্ছে বলে খবর।
এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে।
অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল কর্মী ওইদিন অনুপস্থিত থাকবেন, তাঁদের একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবনের হিসেব থেকেও ওই দিনটি বাদ পড়বে।
কী বলছে অর্থ দপ্তর?
যদি কেউ ১০ জুলাই (ধর্মঘটের দিন) অনুপস্থিত থাকেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
সন্তোষজনক জবাব ও প্রমাণ না দিতে পারলে ছুটি মঞ্জুর করা হবে না। জবাব না-দিলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া হবে।
তবে যারা হাসপাতালে ভর্তি, পরিবারের কারোর মৃত্যু হয়েছে, ৮ জুলাইয়ের আগেই গুরুতর অসুস্থতার জন্য ছুটিতে ছিলেন, মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার অথবা আর্নড লিভে আছেন তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।