রাজ্যের ১৬টি পুরসভাকে বকেয়া টাকা দিল কেন্দ্র, মিলল প্রায় ৭৩ কোটি টাকার অনুদান

নিউজ ফ্রন্ট ডেস্ক |

দীর্ঘ প্রতীক্ষার অবসান। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক অবশেষে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের ১৬টি পুরসভা তাদের ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কিস্তির বকেয়া অনুদান পেয়ে গেল। মোট ৭২.৯৯ কোটি টাকার এই অনুদান ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুরসভাগুলির অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

পুরসভাগুলির মধ্যে রয়েছে বনগাঁ, ভাটপাড়া, ধুলিয়ান, দাঁইহাট সহ আরও একাধিক পুরসভা। এই অনুদান মূলত সেইসব পুরসভাগুলিকে দেওয়া হয়েছে, যেখানে নির্বাচিত বোর্ড রয়েছে এবং সেই পুরসভাগুলির নিজস্ব আয় রাজ্যের মোট জিএসডিপি বৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রের দু’টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করায় এই অনুদান মঞ্জুর করা হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অনুদান মূলত পুর পরিষেবা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নে কাজে লাগানো হবে। পুরসভার কার্যক্রম আরও গতিশীল করতেই এই তহবিল ব্যবহৃত হবে।

এদিকে, রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা নির্বাচনের পর কেন্দ্র-রাজ্য সম্পর্কে কিছুটা নরম ভাব দেখানোর ইঙ্গিত হিসেবেই এই অনুদান গুরুত্বপূর্ণ।

এমন পরিস্থিতিতে কেন্দ্রের এই বরাদ্দ নিঃসন্দেহে রাজ্যের পুর প্রশাসনের পক্ষে এক বড় প্রাপ্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, বাকি পুরসভাগুলির বকেয়া অনুদান কবে মিলবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু জানায়নি কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *